সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড-এটা ঐতিহাসিক সত্য। তাই শিক্ষা ছাড়া কোন জাতি এগুতে পারে না। সামাজিক মূল্যবোধ সৃষ্টি ও উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই।
মঙ্গলবার দুপুর ১২টায় মহানগরীর মদিনা মার্কেট এলাকার দিশারী স্কুল অ্যান্ড কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান মালার ৩য় পর্বে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ননী গোপাল দাসের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড শরদিন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজার গোপেশ চন্দ্র সূত্রধর, সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো আমির হোসেন ও সাধারণ সম্পাদক মো সেলিম হোসেন।
দিশারী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুচিত্রা রাণী নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাজী রাফী। পবিত্র গীতা পাঠ করেন মিথিলা ঘোষ অর্পা। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রবাল কান্তি ভট্টাচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক প্রত্যুষ কান্তি দাস ও শিক্ষানুরাগী সিরাজুন্নেছা চৌধুরী।
দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে সকাল ৯টায় শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নগর প্রদক্ষিণ করে। ২য় পর্বে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও কেক কেটে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ৩য় পর্বে মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সচেতন অভিভাবক সম্মাননা, শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ও অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply