বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে মৌলভীবাজারে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সবধর্মের মানুষের উপস্থিতিতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্ব সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহসভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মো ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো কামাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুরঞ্জন দাস ও মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মুহিত উদ্দিন।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। হাজার বছর ধরে এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। বঙ্গবন্ধু সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন; কিন্তু কিছু সংখ্যক লোক ইচ্ছে করেই এ সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তাই সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকতে হবে।
সম্প্রীতি সমাবেশে জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply