গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে।
বুধবার ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিন। সভাপতিত্ব করেন নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া ও নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন।এছাড়া্র উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য আজির উদ্দিন, নিজাম উদ্দিন, রহিম উদ্দিন, ইব্রাহিম আলী, আপ্তাব আলী, খোয়াজ আলী, মকবুল হোসেন নবিন, মক্তার আলী, আয়শা বেগম, দশই বালা প্রমুখ। পরিচালনায় ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন।
প্রধান অতিথি ইউএনও জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে গোয়াইনঘাটে প্রতি বছর সরকারের ব্যয় হচ্ছে ১২ কোটি ৯২ লাখ ১৪ হাজার ৬০০ টাকা। অসহায় ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা দিতে সরকার বদ্ধ পরিকর। প্রকৃত বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীরা যাতে ভাতা পায় সে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের আরো সচেতন হতে হবে।
Leave a Reply