সিলেট-২ আসনের সাবেক সাংসদ ইয়াহইয়া চৌধুরীর নানা লুটপাট ও নিজের প্রবাসী চাচার জমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বিকালে বিশ্বনাথ উপজেলা সদরে বাসিয়া সেতুতে বিশ্বনাথ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার মুরব্বি লুৎফুর রহমান, ইউনুস আলী ও কামাল উদাসী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংসদ হবার সুবাদে গত ৫ বছরে ইয়াহইয়া চৌধুরী ও তার ভাই মিলে বিশ্বনাথ এলাকায় ব্যাপক লুটপাট করেছেন। উন্নয়নের নামে বিভিন্ন ক্ষেত্রে করেছেন কমিশন বাণিজ্য। শেষপর্যন্ত আপন চাচাদের জমি মৎস্য খামার করার নাম করে আত্মসাৎ করেছেন।
তারা এসব অপকর্মের ব্যাপারে দুদকের তদন্ত দাবি করেন।
Leave a Reply