নিজস্ব প্রতিবেদক : সিলেটে সাবেক সংসদ সদস্য ইনামুল হক চৌধুরী বীরপ্রতীকের মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় হযরত শাহজালাল (র) দরগা কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়াররত করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগীয় ও জেলা শাখা ও ইনামুল হক চৌধুরী বীরপ্রতীক স্মৃতি সংসদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কবর জিয়ারত করেন।
পরে মহানগরীর চৌহাট্টায় মরহুমের বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগীয় শাখার সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply