দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ ছালাম চৌধুরী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড সিটিতে রবিবার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট চেম্বার পরিচালনা পরিষদ ও সভাপতিমণ্ডলীর পক্ষ থেকে সংগঠনের সভাপতি তাহমিন আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় চেম্বার সভাপতি বলেন, এম এ ছালাম চৌধুরী সিলেটের প্রথমদিকের একজন শিল্পোদ্যোক্তা হিসেবে যেরকম সিলেটের শিল্পখাতে ভূমিকা রেখেছেন তেমনি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply