নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিসিক তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির আওতায় সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারী কালোব্যাজ ধারণ করবেন।
এছাড়া কর্মসূচির প্রথমদিন সোমবার সিসিকের সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকে।
এদিকে বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মেয়র বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ও দক্ষ জনপ্রতিনিধিকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সিলেট পৌরসভা ও সিলেট সিটি করপোরেশেনে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নগরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী, বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply