সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাবেক ফুটবল ও হকি তারকা কিংবদন্তি ক্রীড়াবিদ রণজিত দাসের ৮৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ফুটবলার রণজিত দাস ৮৫তম জন্মদিন উদযাপন পর্ষদের উদ্যোগে এই অনুষ্ঠানর করা হয়।
বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে নৃত্য পরিবেশন করেন বিপুল শর্মা ও তার দল। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রণজিত দাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মদিন উদযাপন পর্ষদের সুপ্রীয় চক্রবর্তী রঞ্জু। বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হাই শিবলী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, সাবেক ফুটবলার আলী আশরাফ চৌধুরী, শহিদুল ইসলাম, ভানু দাস, ক্রীড়া সংগঠন বিরাজ মাধব চক্রবর্তী মানস, বিজিত চৌধুরী, নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, জন্মদিন উদযাপন পর্ষদের সদস্য সচিব আব্দুর রশিদ রেনু ও রণজিত দাসের মেয়ে রিমা দাস। পরিচালনায় ছিলেন মুহাম্মাদ আনোয়ার হোসেন রনি।
বক্তৃতা পর্বের আগে কেক কেটে নিজের ৮৬ বর্ষে পর্দাপন উদযাপন করেন রণজিত দাস। জন্মদিন উপলক্ষ্যে ‘জ্যোতির মহোৎসবে’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।
সন্ধ্যায় রণজিত দাসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘আয়নাঘর’ প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply