নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সিলেটের সাবেক ছাত্রনেতা মনির হোসাইন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান।
রবিবার দুপুরে মহানগরীর জেল রোডে একটি অভিজাত হোটেলে আহুত সংবাদ সম্মেলনে তিনি নিজের এই ইচ্ছে প্রকাশ করেন।
মনির হোসাইন উল্লেখ করেন, তার যুক্তরাজ্য প্রবাসী পিতা সমুজ মিয়া মুক্তিযুদ্ধের একজন প্রবাসী সংগঠক। এছাড়া তিনি নিজেও ছাত্রলীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। নির্বাচিত হয়েছিলেন, মদনমোহন কলেজ ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি। এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং এলাকার উন্নয়নে নিজের অবদানের কথাও তুলে ধরেন।
মনোনয়ন পেলে মনির হোসাইন সিলেট-৩ আসন শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply