ষাটের দশকের ছাত্রনেতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক মফিজুর রহমান তিতনের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর দক্ষিণ সুরমার খোজারখলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে মফিজুর রহমান তিতনের মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে ষাটের দশকের ছাত্রনেতা রফিকুল হক, কলন্দর আলী, অধ্যাপক ফারুক উদ্দিন ও সাইফুল আলম শোক প্রকাশ করেছেন।
Leave a Reply