নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তিনবারের সফল অর্থমন্ত্রী, মহান ভাষাসংগ্রামী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা, পরিবেশবাদী, লেখক, মুক্তিযোদ্ধা কূটনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
শুক্রবার দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন তার বড়ভাই আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় মরদেহ সিলেট নিয়ে আসা হবে। এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে দেশমাতৃকার এই কৃতি সন্তানের প্রথম নামাজে জানাজা। সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে দুপুর ১২টায় মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদমিনারে রাখা হবে।
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন আবুল মাল আবদুল মুহিত। একটি সম্ভ্রান্ত পরিবারের এই মেধাবী সন্তান বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তার হাত ধরে বাংলাদেশের অর্থনীতি এমন এক শক্ত অবস্থানে দাঁড়ায়, যা ভয়াবহ বিশ্বমন্দাও স্পর্শ করতে ব্যর্থ হয়। তিনি সর্বমোট বারোটি জাতীয় বাজেট পেশ করে ইতিহাস সৃষ্টি করেন।
Leave a Reply