নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এনিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো মকবুল আহসানের আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী মর্তুজ আলী ও জামাল মিয়ার স্বাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষগ্রহণের সময় কারাগারে থাাক ১৪ আসামির মধ্যে লুৎফুজ্জামান বাবর ছাড়া অন্য ১৩ জন উপস্থিত ছিলেন।
আদালত ২৩শে নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন।
Leave a Reply