নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেট বিভাগীয় দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক মো মকবুল আহসানের আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী হাছন আলী ও আব্দুল হাই সাক্ষ্য দেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার টাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, এ নিয়ে ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩৮ জন সাক্ষ্য দিলেন।
সাক্ষ্য গ্রহণকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া হুজি নেতা মুফতি হান্নান সহ অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ২৬শে অক্টোবর ধার্য্য করেছেন।
২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়া ও তার এক ভাতিজা সহ ৫ জন প্রাণ হারান।
Leave a Reply