নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সঞ্জিব আলী ও লিলু শুক্লা দাশ সাক্ষ্য দেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, সাক্ষ্যগ্রহণের সময় মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া কারাগারে থাকা অন্যসব আসামি উপস্থিত ছিলেন।
তিনি জানান, এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বিচারক ৫ই অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছেন।
Leave a Reply