বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার, ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মরহুমের পরিবার ও বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বাহারমর্দনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বকশি মিজবাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী, কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইমানি, ফয়জল আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মাতুক হোসেন ও ফখরুল আহমদ।
পরে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীঁদল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এম সাইফুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
Leave a Reply