নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির অচল ক্যাম্পাস দেড় দিনের মধ্যেই আবার সচল হলো। এর সাথে উপাচার্য ও রেজিস্ট্রার সহ অন্যান্য কর্মকর্তা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রকাশ করা মাত্র আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। বের করেন বিজয় মিছিল। এতে পুরো ক্যাম্পাস প্রাণ ফিরে পায়।
নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে শাবিপ্রবি সিন্ডিকেটের সভা বসে। উপাচার্য ড আমিনুল হক ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন।
এক ঘণ্টাব্যাপী সভা শেষে সিন্ডিকেট সদস্য ড কবির হোসেন যখন উপাচার্য ভবনের বারান্দায় এসে ঘোষণা করেন, এখন থেকে শাবিপ্রবি খোলা হলো এবং ২৫শে ডিসেম্বর থেকে শুধুমাত্র বৈধ আবাসিক ছাত্রদের হলে উঠতে দেয়া হবে তখন অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন।
শাবিপ্রবি ক্যাম্পাস স্বাভাবিক। হলগুলো শিক্ষার্থীশূন্য হলেও শিক্ষার্থীদের আনাগোনায় মুখর। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বস্তিবোধ করছেন। অভিভাবকদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply