নবীগঞ্জ প্রতিনিধি : সিলেট রেঞ্জের পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো নজরুল ইসলাম বলেছেন, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্বল করছে।
তিনি আরও বলেছেন, দেশের অস্তিত্ব রক্ষা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।
অতিরিক্ত ডিআইজি অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ থানা কমপ্লেক্সে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব শিক্ষক শামীম আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পুলিশিং কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর উদ্দিন বীরপ্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রউফ, জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আবুল খায়ের, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুখেন্দু রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ প্রমুখ।
Leave a Reply