নিজস্ব প্রতিবেদক : ‘করোনা’ বিপর্যয়ের কারণে দেশে প্রায় দুই মাসের সাধারণ ছুটি প্রত্যাহারের প্রথম দিনেই সিলেট ও সুনামগঞ্জে ৪৩ জন ‘করোনা’ শনাক্ত হয়েছেন।
রবিবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২২ জন ‘করোনা’ আক্রান্ত বলে শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন, সিলেট সদর উপজেলায় ১০ জন, জৈন্তাপুর উপজেলায় ৭ জন, দক্ষিণ সুরমা উপজেলায় ৪ জন ও গোলাপগঞ্জ উপজেলায় ১ জন।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে সুনামগঞ্জের ১২৪টি নমুনা পরীক্ষা করে ২১ জনকে ‘করোনা’ আক্রান্ত বলে শনাক্ত করা হয়।
Leave a Reply