প্রায় একযুগ নিভৃত সন্ন্যাস যাপনের পর ডজন খানেক হিটগান নিয়ে রাজকীয় ভঙ্গিতেই বাংলার সঙ্গীতভুবনে প্রত্যাবর্তন করলেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতস্রষ্টা ‘চিরহরিৎ’ শিল্পী কায়সার ইসলাম।
ইউটিউবে হাজার হাজার লাইক শেয়ারের বদৌলতে প্রায় ভাইরাল হয়ে ওঠা চিরহরিৎয়ের সর্বশেষ গানগুলোর মধ্যে কয়েকটি গানের ভিডিওর কথা না বললেই নয়; যেমন, এ কোনপৃথিবী, অর্থহীন আলাপে চলছে অন্তহীন তর্ক, আজ যেন পৃথিবীটাকে নতুন করে চেনা হলো, স্বপ্ন ভেঙ্গে গেছে, বুঝিনি আগে, কিংবা, নিভৃত সন্ন্যাসী। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে (https://youtube.com/c/kaiserislamtao) গিয়ে শুনতে পারেন তার সব গান; প্রতিটি নিজের গাওয়া, নিজের রচনা ও সুরে তৈরি।
২০১০-১২ পর্বে প্রথম আবির্ভাবেই শ্রোতার মুগ্ধতা কেড়েছিল তার গান। গানের মধ্যে যারা নিজের গভীর মরমের ছায়া খুঁজে ফেরেন, সহজেই তাদের আপন হয়ে যাওয়ার একটি সহজাত বৈশিষ্ট্য রয়েছে এ শিল্পীর; কিন্তু কেন এই মধ্যবর্তী কয়েক বছরের নীরবতা? জানতে চাইলে শিল্পীর উত্তর, ‘আসলে প্রস্তুতি নিচ্ছিলাম। সহজ অথচ সাবলীল ও শক্তিমান কিছু একটা করার জন্য প্রস্তুতি। মনে হচ্ছে, এখন আমি প্রস্তুত।’
করোনায় ঘরবন্দি থাকাকাল শেষ হওয়ার পর ঢাকা-চট্টগ্রামে আবারো স্টেজ শোনিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন কায়সার ইসলাম। পাশাপাশি ভারতের কলকাতা আর জামশেদপুর থেকে ডাক এসেছে।
‘চিরহরিৎ মানুষের দল’ নামে তার নতুন এ গানের দলে সহযোদ্ধা হিসেবে রয়েছেন, দেশের সেরা পারকাশনিস্ট ও ড্রামার শুভ এবং খ্যাতিমান বেজিস্ট সুশোভন রক্ষিত দীপ।
চিরহরিৎ মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক কায়সার ইসলাম মনে করেন, গান আমাদের প্রাণ। আমাদের বিশ্বাস। কেউ গায়, কেউ শোনে; কিন্তু সবাই আমরা গানটাকেই শেষ পর্যন্ত বুকের মধ্যে ধরে রাখি।
এখানে উল্লেখ্য, কায়সার ইসলাম একজন স্বতঃস্ফূর্ত লেখক ও গীতিকবি। বিগত আড়াই দশকের সৃষ্টিমুখর পরিভ্রমণে ১৬টি পাঠক নন্দিত গ্রন্থ রচনা করেছেন তিনি। আগামী ডিসেম্বরে প্রকাশ হতে যাচ্ছে তার বাছাইকৃত ২০০ গানের একটি সমৃদ্ধ পাণ্ডুলিপি।
Leave a Reply