হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে সেনাবাহিনী ও র্যাবের টানা দুই দিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চার সহ প্রচুর বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে অভিযান শেষে র্যাব-৭ কমান্ডিং অফিসার লে কর্নেল মশিউর রহমান জানান, অভিযানকালে কেউ আটক হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের একটি দল ও র্যাব-৭ সাতছড়িতে অবস্থান নেয়। এরপর সকাল থেকে জাতীয় উদ্যানের ভেতর গহীন বনে অভিযান শুরু করে। রাতে বিরতির পর পরদিন আবার অভিযান চালানো হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের জুন মাসে ৩ দফায় র্যাব সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালায়। এ সময় রকেট লাঞ্চার, মেশিনগান, মেশিনগানের গোলা ও ট্যাংক বিধ্বংসী গোলাবারুদ সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। বেশ কয়েকটি বাংকারেরও সন্ধান পাওয়া যায়।
Leave a Reply