NATIONAL
April 17 is the historic Mujibnagar Day : On this day in 1971 the Bangladesh government took the oath
সংবাদ সংক্ষেপ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে সংবাদ সম্মেলন || সুবিপ্রবির ব্যাখ্যা দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া সিলেটে মে দিবস উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পর্নোগ্রাফি মামলার ১ আসামিকে শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সিলেটে পর্যটকদের সুবিধার্থে আসন্ন মে দিবসে হোটেল-রেস্টুরেন্ট খোলা রাখার সিদ্ধান্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপন দাবি বালাগঞ্জে ঐতিহ্যবাহী শীতলপাটি সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় দিরাইয়ে এবার খড় সংগ্রহকালে বজ্রপাতে একজন নিহত || আহত ২ জন পেশাদারিত্বের জায়গা থেকে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে : সিকৃবি উপাচার্য কক্সবাজারে নিখোঁজ জকিগঞ্জের ৬ জন টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে উদ্ধার দিরাইয় পৌর যুবলীগ নেতা সাবেক জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া গ্রেফতার দিরাইয়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন এক শ্রমিক || আহত কিশোরী সহ ৩ জন সচেতনতা সৃষ্টি ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব অটিজম দিবস পালিত ব্রিটেনের কার্ডিফে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ উদযাপন ভাটিবাংলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অসাধারণ ভূমিকা রাখা ডা রাসেন্দ্র আর নেই সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী মদ ও ফেনসিডিল সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

সাতক্ষীরায় ভুল তথ্য সম্পর্কে যুব ও যুব নারীদের সচেতনতা বিষয়ক কর্মশালা

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে সাতক্ষীরার কালীগঞ্জে ‘ইয়ুথ রেজিলিয়েন্ট টু মিসইনফরমেশন : বিল্ডিং লোকাল এনগেজমেন্ট অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৯ ফেব্রুয়ারি (৫ ফাল্গুন) সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত রেডিও নলতা’র সম্মেলন কক্ষে আয়োজিত ‘ভুল তথ্য সম্পর্কে যুব ও যুব নারীদের সচেতনতা বিষয়ক’ এই কর্মশালায় প্রশিক্ষাণার্থী হিসেবে অংশগ্রহণ করেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ও কুশুলিয়া ইউনিয়নের ৩৬ জন যুব ও যুব নারী।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন যোগাযোগ বিশেষজ্ঞ রেহান উদ্দিন আহমেদ রাজু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিন। রেডিও নলতা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার সেলিম শাহরীয়ার।
কর্মশালায় আলোচনায় উঠে আসে যে, আজকের বাংলাদেশে যেখানে ডিজিটাল ট্রান্সমিশন দ্রুতগতিতে এগিয়ে চলেছে সেখানে ভুল তথ্য ও অপতথ্যের ছড়াছড়ি রাজধানী থেকে গ্রামীণ এলাকায় আরও বেশি। যুব-যুব নারীদেরকে এসব বিপদ সম্পর্কে সচেতন ও সজাগ থাকতে হবে এবং সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে। ভুল তথ্য গণতন্ত্র, স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকিস্বরূপ। এটি ঘৃণাসূচক বক্তব্য, বৈষম্য, সহিংসতা ও লিঙ্গ বৈষম্য মোকাবেলায় বিভিন্ন স্তরে বাংলাদেশের সমাজকে প্রভাবিত করে৷
ভুল তথ্যের প্রভাব বাংলাদেশে বিশেষ করে যুব ও যুব নারী এবং প্রান্তিক গোষ্ঠীর মধ্যে প্রসারিত হয়েছে, যার জন্য দায়ী মূলত সীমিত মিডিয়া-সাক্ষরতা ও যাচাইকৃত তথ্যে প্রবেশের সীমাবদ্ধতা । সুতরাং ভুল তথ্যের বিরুদ্ধে প্রতিরোধের জন্য এবং অখণ্ড সঠিক তথ্য প্রচারের জন্য মিডিয়া সাক্ষরতা সহ একটি সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন, যা জনগণকে মিথ্যা তথ্য চিহ্নিত করতে ও তা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করে।
এই প্রেক্ষাপটে, ‘ইয়ুথ রেজিলিয়েন্ট টু মিসইনফরমেশন : বিল্ডিং লোকাল এনগেজমেন্ট অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট’ একটি অনন্য ও উদ্ভাবনী প্রয়াস, যা সামাজিক ও অন্যান্য মিডিয়াতে ক্রমবর্ধমান ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে যুব ও যুব নারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য হাইপার লোকাল প্রতিনিধি হিসেবে ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে কাজ করে। প্রকল্পটি মূলত ভুল তথ্য ও লিঙ্গগত ভুল তথ্যকে প্রতিরোধ করতে যুব ও যুব নারীদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং সমন্বিতভাবে তথ্য সততার ইকোসিস্টেমের স্বার্থে টেকসই সমাধান গড়ে তুলবে।
এই ধারাবাহিকতায় প্রকল্পটি হাইপারলোকাল পদ্ধতির মাধ্যমে গ্রামীণ যুবদের সাথে কাজ করার জন্য ফেসবুক পেজ প্রণয়ন এবং বাংলাদেশের সাতক্ষীরার কালীগঞ্জে ও জাতীয় পর্যায়ে ভুল তথ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ফেসবুক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ১০৮ জন ফেসবুক ব্যবহারকারীকে বাছাই করে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভুল তথ্যের বিরুদ্ধে প্রতিরোধ-প্রক্রিয়া চিহ্নিত করতে স্টেকহোল্ডারদের বিদ্যমান প্রচেষ্টাকে শক্তিশালী ও তীব্র করার লক্ষ্যে অবদান রাখার জন্য এই প্রক্রিয়ার সূচনা।
এই লক্ষ্যে, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত শাসন প্রক্রিয়ায় যুব ও যুব নারীদের অংশগ্রহণ ও বাংলাদেশে ভুল তথ্য প্রতিরোধের ব্যবস্থা জোরদার করার জন্য স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা জরুরি। ফলে, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কাছে এবং সাংবাদিকদের কাছে ‘ফেক নিউজ এন্ড ডিসইনফরমেশন হ্যান্ডবুক’ বিতরণ করা, মিডিয়া প্রফেশনাল প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা ও একটি রিসোর্স পুল তৈরির জন্য ‘ফেক নিউজ এন্ড মিসইনফরমেশন’ বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করাই এর পরবর্তী পদক্ষেপ।
‘ইয়ুথ রেজিলিয়েন্ট টু মিসইনফরমেশন : বিল্ডিং লোকাল এনগেজমেন্ট অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট’ প্রকল্প পরিচালনায় আছেন হীরেন পন্ডিত ও এএইচএম বজলুর রহমান। প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএনএনআরসি থেকে নাঈমুন নাহার ইসলাম ও প্রতীভা ব্যানার্জি । সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest