মতিয়ার চৌধুরী, লন্ডন : অমর একুশের গানের রচয়িতা জীবন্ত কিংবদন্তী আব্দুল গাফফার চৌধুরী বলেছেন, সাতই মার্চ বাঙালির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন। সমগ্র জাতি পরবর্তী করণীয় ঠিক করতে মহানায়কের নির্দেশের প্রতীক্ষায় প্রহর গুণছিল। বঙ্গবন্ধু জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে কৌশল অবলম্বন করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন আর সেটা ছিল স্বাধীনতার পরোক্ষ ঘোষণা।
ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যে সাড়ে ৭টয় গবেষণা প্রতিষ্ঠান দ্য সেভেন মার্চ ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল গাফফার চৌধুরী বলেন, ১৯৭১ সালের ৮ই মার্চ থেকে দেশের মানুষ বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। জাতির জনকের ভাষণে উদ্বুদ্ধ হয়ে তারই নির্দেশ অনুসারে সাড়ে সাত কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। শত্রুকে পরাজিত করতে জীবনবাজি রেখে অস্ত্র হাতে তুলে নিয়েছিল কৃষক শ্রমিক ছাত্র জনতা।
তিনি বলেন, ঐতিহাসিক সাতই মার্চকে জাতীয় দিবস এবং দিনটিকে সরকারি ছুটি ঘোষণার দাবি যুক্তিযুক্ত। রেসকোর্স ময়দানে যেখানে দাঁড়িয়ে মহানায়ক স্বাধীনতার ঘোষণা দেন সেখানে স্মৃতিফলক তৈরি করা উচিত।
তিনি আরো বলেন, এটি কোন লিখিত ভাষণ ছিলনা, বঙ্গবন্ধুর মুখ থেকে অনর্গল সময়োপযোগী শব্দগুলো বেরিয়ে এসেছিল। এর পেছনে বেগম মুজিবের অবদান রয়েছে।
আব্দুল গাফফার চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ থেকে ফেরার পর বঙ্গবন্ধুর নির্দেশে জিয়াউর রহমান খালেদা জিয়াকে গ্রহণ করনে। অথচ এই খালেদা জিয়া জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে বিশাল আকারের কেক কেটে তার ভূয়া জন্মদিন পালন করেন। এর চেয়ে অকৃতজ্ঞ পৃথিবীতে আর নেই।
দ্য সেভেন মার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক কাউন্সিলার গবেষক নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, সাবেক প্রেস মিনিস্টার সাংবাদিক সৈয়দ আবু মুসা হাসান, সাবেক ছাত্রনেতা ফয়েজুল ইসলাম লস্কর, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, কয়েছ চৌধুরী ও সাংবাদিক মকিছ মনসুর। কবিতা আবৃত্তি করেন অ্যাডভোকেট মুজিবুল হক মনি ও রুবি হক। এছাড়া বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষনের ভিডিও প্রদর্শন করা হয়।
মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক আবু সাঈদ, মোস্তফা কামাল মিলন, আলিমুজ্জামান, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, আলী আহমদ, শারমিন ফারিহা, জুলিয়া বাসার, হাসিনা হোসাইন তুহিন, রীনা মোর্শারফ, সৈয়দ নিয়াজ আহমদ, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, অজয়ন্তা দেব রায়, শাহ সাফি কাদির, হেলাল আহমদ, রহমত আলী প্রমুখ। সভাপতির বক্তব্যে সাবেক কাউন্সিলার গবেষক নূরুদ্দিন আহমদ ঐতিহাসিক সাতই মার্চকে জাতীয় দিবস ও সরকারি ছুটি ঘোষণার পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন।
Leave a Reply