হবিগঞ্জ প্রতিনিধি : ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে হবিগঞ্জ থানা পুলিশ আনন্দ উদযাপন করেছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে থানা প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পড়িয়ে দেওয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মাদ উল্ল্যা, হবিগঞ্জ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায় ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোদারিছ আলী টেনু।
সদর মডেল থানার ওসি মো মাসুক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন, ব্যাংক কর্মকর্তা শাহ জয়নাল আবেদীন রাসেল।
Leave a Reply