সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের উদ্ধোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিনী হোসনা হুদা, পূত্রবধূ রিয়া হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর ও প্রধান শিক্ষক রইছ মিয়া।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply