নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেট মহানগরীর সাগরদীঘির পাড় এলাকায় ছুরিকাঘাতে যুবক হত্যামামলার দুই পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট ও র্যাব-১, সিপিসি-২, ঢাকা শনিবার (২ নভেম্বর/১৭ কার্তিক) অনুমানিক রাত আড়াইটায় ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর যৌথ অভিযান পরিচালনা করে।
এসময় সিলেট কোতয়ালি মডেল থানার উল্লেখিত হত্যামামলার পলাতক আসামি সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকার সেলিম ওরফে ছালিম (২০, পিতা নূরুল আমিন) ও রাব্বিকে (২১, পিতা মাসুক মিয়া) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।