নিজস্ব প্রতিবেদক : সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউস সাত্তার দিয়েছেন।
এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এ চাঞ্চল্যকর মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।
সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো ৮ই জানুয়ারি খাদিজার সাক্ষ্য গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
২৯শে নভেম্বর আদালতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হয়। ৫ ডিসেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। জানুয়ারি মাসের মধ্যেই বিচার কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Leave a Reply