হবিগঞ্জ প্রতিনিধি : ‘ট্রান্সফরমিং লিটারেসি লার্নিং স্পেস’ অর্থাৎ ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’ প্রতিপাদ্যে হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো রফিকুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম। সভায় জানানো হয়, আগামী ২০৩০ সালের মধ্যে নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নানা উদ্যোগ গ্রহণ করেছে।
Leave a Reply