সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সাউথ সুরমা এডুকেশন সোসাইটির উদ্যোগে ও হযরত আবুদৌলত-জাকারিয়া (র) মডেল মাদরাসার ব্যবস্থাপনায় পবিত্র রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৭ এপ্রিল মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক জ্যেষ্ঠ শিক্ষক মাস্টার আব্দুল কুদ্দুস, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা পীর মো ফয়জুল হক ইকবাল, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply