নিজস্ব প্রতিবেদক : পরিবেশ ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিমের নামে ফেইসবুকে অপপ্রচার বন্ধ ও সাইবার অপরাধীদের শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সিলেটের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শামসুল বাছিত শেরো। বক্তব্য রাখেন সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সংস্কৃতিকর্মী আমিরুল ইসলাম বাবু, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় শী শেখর, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, হযরত শাহজালাল (র) দরগা শরীফের খাদেম মুজাহিদ হোসেন মুনিম, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র, নারী মুক্তি সংসদের ইন্দ্রানী সেন শম্পা, সারি নদী বাঁচাও আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাই আল হাদী, ক্ষ্যাপা তারুণ্যের আহ্বায়ক মহসিন হোসেন মুহিন, প্রাধিকারের সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী ও অ্যাডভোকেট হোসেন আহমদ শিপন। পরিচালনায় ছিলেন সামাজিক সংগঠন নিনাইয়ের আহ্বায়ক ডা তায়েফ আহমদ চৌধুরী।
Leave a Reply