সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেছেন।
বুধবার বিকেলে মৌলভীবাজারের বাহারমর্দান এলাকায় এম সাইফুর রহমানের গ্রামের বাড়িতে যান তিনি। আরিফুল হক চৌধুরী প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান।
এ সময় তার সাথে ছিলেন সহধর্মিনী সামা হক চৌধুরী, বিএনপি নেতা মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply