সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশ থেকে দেশী-বিদেশী সকল চক্রান্ত-ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ও আদর্শের ভিত্তিতে প্রিয় জন্মভূমিকে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট’ রাষ্ট্র হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ দিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
মুুক্তিযুদ্ধের আদর্শ ও বাহাত্তরের সংবিধানের চার মূল নীতির পূর্ণ বাস্তবায়ন এবং সকল অপশক্তির প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর জাতির হৃদয়-মন থেকে সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়। ইতিহাস বিকৃতির পাশাপাশি সংবিধানের মূল নীতিগুলোকেও বদলে ফেলে দেশকে একটি সাম্প্রদায়িক ও জঙ্গিরাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলে প্রায় ২১ বছর। পাল্টে দেওয়া হয় হাজার বছরের বাঙালি পরিচয়। সামনে নিয়ে আসা হয় ধর্মীয় পরিচয়কে। ফলে এ জাতির গর্বের অসাম্প্রদায়িক চেতনায় ধস নামে, যা উগ্রবাদকে উসকে দেয়।
তারা সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে সকল অপশক্তিকে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট’ বাংলাদেশ প্রতিষ্ঠার নতুন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহার সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড হিমাদ্রি শেখর রায়, সিলেট জেলা প্রেসক্লাবের সদ্যপ্রাক্তন সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, আমিরুল ইসলাম চৌধুরী বাবু, নিরঞ্জন দে যাদু, বিধুভূষণ ভট্টাচার্য, নীলাঞ্জন দাস টুকু, বিপ্লব শ্যাম পুরকায়স্থ, বিমল কর, সুরাইয়া জামান, সাইমূম আনজুম ইভান, আবিদ ফয়সাল, সুকান্ত গুপ্ত, খোকন ফকির, শেখ নূরুল ইসলাম, ফকির মাহবুব, ফকির মাহমুদা, ফৌজিয়া আক্তার প্রমুখ।
Leave a Reply