নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীর সঙ্গে নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকালে সাংসদের বাসভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহ সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মো শওকত আলী, নির্বাহী সদস্য মো তোফাজ্জল হোসেন, ফখরুল আহসান চৌধুুুরী, এম মুজিবুর রহমান ও এম এ মুহিত।
মতবিনিময় সভায় সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, জাতির বিবেক সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তাই সমাজের সকল অসঙ্গতি দূরীকরণে সোচ্চার থাকতে হবে।
তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের জন্য ভূমি বরাদ্দে সহযোগিতা ও ভবন নির্মাণের আশ্বাস দেন।
Leave a Reply