নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী শফি আহমদ চৌধুরী অভিযোগ করেছেন, এই নির্বাচনী এলাকায় গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ২শ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
শফি আহমদ চৌধুরী বলেন, সিলেট-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর এতে ভীত হয়ে বর্তমান সংসদ সদস্য পুলিশ ব্যবহার করছেন। পুলিশ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দল সহ অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে।
তিনি জানান, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও ওসমানীনগর থানার ১৫টি মামলায় এ পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ওহিদুজ্জামান চৌধুরী সুফি এবং ময়নুল ইসলাম মঞ্জুরকেও অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে।
এত কিছুর পরও নির্বাচনের মাঠে থাকবেন বলে শফি আহমদ চৌধুরী ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তার পুত্রবধূ লিখিত বক্তব্য পাঠ করেন।
Leave a Reply