নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে শুক্রবার হামলায় আহত নারী সাংসদ অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অবস্থার উন্নতি দিকে। তবে তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।
কেয়া চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইমন চৌধুরী জানান, শনিবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা সব্যসাচী রায়ের নেতৃত্বে একটি বোর্ড বসে এখানেই তার চিকিৎসা চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়।
তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে কেয়া চৌধুরীকে স্যুপসহ নরম খাবার দেয়া হচ্ছে। তার স্বামী আমজাদ হোসেন খান, ভাই মামুন চৌধুরী ও সুজন চৌধুরী এখানে রয়েছেন। তবে একমাত্র মেয়ে শুকরিয়া ঢাকায়। এছাড়া বৃদ্ধা মা রোকেয়া চৌধুরী হবিগঞ্জে রয়েছেন।
ডা সব্যসাচী রায় জানান, কেয়া চৌধুরীর যথাযথ চিকিৎসা চলছে। প্রয়োজন হলে তাকে ঢাকায় প্রেরণ করা হবে।
কেয়া চৌধুরীকে দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেতাকর্মীরা ভীড় জমাচ্ছেন।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, কেয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল বাহুবলে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুর ১টায় উপজেলার মিরপুরে আলিফ সোবহান চৌধুরী কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কেয়া চৌধুুরীর উপর হামলাকারী তারা মিয়া ও তার সাঙ্গপাঙ্গকে অবিলম্বে গ্রেফতারে করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, আলিফ সোবহান চৌধুরী কলেজ গভর্নিং বডির সদস্য জাহিদুল হক জিতু, আস্কর আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বজলুর রহমান, ইংরেজির প্রভাষক মাসুক মিয়া ও লামাতাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুুরী টেনু।
আলাপকালে কেয়া চৌধুরীর ভাই ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল বশীর চৌধুরী সুজন বলেন, কেয়া চৌধুরীর বাড়ি বাহুবল উপজেলায়। তিনি যদি নিজের বাড়িতে নিরাপদ না থাকেন, তাহলে বাংলাদেশের আর কোথায় নিরাপদ থাকবেন। যারা মনে করছেন, নোংরামি করে কেয়া চৌধুরীকে ঘরে পাঠিয়ে দেবেন তারা বোকার রাজ্যে বসবাস করছেন।
তিনি বলেন, কেয়া চৌধুরী বাহুবল ও নবীগঞ্জের সাধারণ মানুষের পাশে ছিলেন, আছেন এবং সারা জীবন থাকবেন।
Leave a Reply