হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘করোনা’ ভাইরাস শনাক্ত করতে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন।
হবিগঞ্জ জেলা শহরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজে এ ল্যাব স্থাপন করা হবে। ইতোমধ্যে ৫ জন টেকনেশিয়ান পদায়ন করা হয়েছে। এখন শুধু মেশিনের অপেক্ষা। তবে খুব শিগগির তা আসবে বলে সাংসদ জানিয়েছেন।
এই পিসিআর ল্যাবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার লোকজনের ‘করোনা’ পরীক্ষার কথা রয়েছে।
হবিগঞ্জে ‘করোনা’য় আক্রান্তের সংখ্যা ১৭১। মারা গেছে এক শিশু। এ পরিস্থিতিতে প্রায় দেড়মাস ধরে বিভিন্ন মহল থেকে এখানে এ ধরনের ল্যাব স্থাপনের দাবি জানানো হচ্ছিল।
Leave a Reply