সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, চ্যানেল আই ও রেডিও টুডের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীর বড় ভাই আব্দুল হাই মাশহুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আব্দুল হাই মাশহুদ রবিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৪৮ বছর। বাদ জোহর নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়ি সুনমাগঞ্জের ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকীর বড় ভাই আব্দুল হাই মাশহুদের মৃত্যুতে সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply