হবিগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, দৈনিক খোয়াই সম্পাদক শামিম আহসান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মাদ ফরিয়াদ, সাংবাদিক শাহ ফখরুজ্জামান ও শওকত চৌধুরী।
কর্মসূচিতে সংবাদিক ছাড়াও রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক নিশ্চিত করা এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।
Leave a Reply