নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হওয়ার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার নবনির্বাচিত সভাপতি আল-আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সমকালের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু প্রমুখ।
Leave a Reply