হবিগঞ্জ প্রতিনিধি : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাব মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মীরা।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার এবং রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
Leave a Reply