মৌলভীবাজার প্রতিনিধি : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে এবং তার মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে।
বুধবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা ও মৌলভীবাজার প্রেসক্লাবের যৌথ উধ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, বকসি ইকবাল আহমদ ও সরোওয়ার আহমদ।
বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Leave a Reply