লাখাই প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে হবিগঞ্জের লাখাইয়ে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বুল্লাবাজারে লাখাইয়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো আলী নোয়াজের সভাপতিত্বে ও লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিলাল আহমেদ, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিষ দাসগুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, লাখাই থানা প্রবাসী জনকল্যাণ সমিতি, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম মালু, লাখাই সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস ও লাখাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সূর্য্য রায়।
Leave a Reply