সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এসের সাংবাদিক মোয়াজ্জেম সাজু স্থায়ীভাবে কানাডা যাচ্ছেন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক উত্তরপূর্বর নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ। সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাত্তার আজাদ, দফতর সম্পাদক ইমরান আহমদ, নির্বাহী সদস্য আলী আকবর চৌধুরী, সুব্রত দাস, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, সদস্য এনামুল করীর, রফিকুল ইসলাম কামাল, মিঠু দাস জয় প্রমুখ।
বক্তারা মোয়াজ্জেম সাজুর জীবনের সাফল্য কামনা করে বলেন, তিনি একটি ঐতিহ্যবাহী পরিবারের প্রতিভাবান সন্তান। তার কানাডা যাত্রায় সিলেট একজন প্রতিভাবান সাংবাদিকের অভাব অনুভব করলেও প্রবাসে তিনি তার পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রেখে সেই অভাব পূরণ করতে পারবেন।
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মোয়জ্জেম সাজুকে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply