নিজস্ব প্রতিবেদক : দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য মীর্জা সোহেলের মা সুফিয়া বিবি আর নেই।
বুধবার বিকেল ৪টার দিকে সিলেট মহানগরীর উপকণ্ঠে ইসলামপুর এলাকায় নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাতেই সুনামগঞ্জের ছাতক উপজেলার শেরপুর মীর্জা বাড়িতে মরহুমার জানাযার নামাজ শেষে মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মীর্জা সোহেলের মা সুফিয়া বিবির মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির বুধবার রাতে এক শোকবার্তায় মরহুমার রুহের ও মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply