সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক সিলেট সুরমার সিনিয়র রিপোর্টার এম এ মালেকের বিরুদ্ধে দক্ষিণ সুরমার কুচাই এলাকার বাসিন্দা গুলজার আহমদের দায়েরকৃত মামলায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
এক বিবৃতিতে জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল বলেন, প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ ছাপানোর পরও প্রতিহিংসাপরায়ণ হয়ে সংশ্লিষ্ট প্রতিবেদক ও পত্রিকার বিরুদ্ধে মামলা করা সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা বাধাগ্রস্ত করার চেষ্টার শামিল। সিলেট জেলা প্রেসক্লাব এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
Leave a Reply