বিশিষ্ট সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মহিউদ্দিন শিরুর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো সকাল ১০টায় হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়া, কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবদন।
পরিবারের পক্ষ থেকে মহানগরীর বাগবাড়িতে ছোট্টমণি নিবাসের এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল, কলন্দর আলী, ক্বারী আবু ইউসুফ চৌধুরী, হাফিজ শামসুল ইসলাম ভাদেশ্বরী, হাফিজ আব্দুল কাদির শাহপরানী, মাওলানা সাইফুদ্দিন, মাসুম আহমদ চৌধুরী, সৈয়দ মো তাহের, মাওলানা জাকির হোসাইন, ক্বারী ফয়জুল হক, মাওলানা আলম মিয়া তুরুকবাগী, হাফিজ সি এম নূর আহমদ, গোলাম মাওলা, এনাম উদ্দিন আহমদ, আব্দুস ছালাম, হাবিবুল্লাহ, জমির উদ্দিন, মাওলানা শরাফত আলী, হাফিজ সিরাজুল হক, মো শাহনূর আলী, মো জুনু আলী, মো সেলিম আহমদ, অ্যাডভোকেট জুয়েল আহমদ, অ্যাডভোকেট সালমান খান, মো শফিকুর রহমান শাফিক প্রমুখ।
মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ শামসুল ইসলাম ভাদেশ্বরী। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল কাদির শাহপরানী।
Leave a Reply