সুনামগঞ্জ প্রতিনিধি : দৈনিক সমকাল ও এটিএন বাংলার সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দেকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করার দায়ে লেগুনা চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে সচেতন সুনামগঞ্জবাসীর উদ্যোগে শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। এতে আইনজীবী, লেখক ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রাজু আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উদীচী সভাপতি শীলা রায়, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, মোহনা টিভির প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বিন্দু তালুকদার ও দৈনিক সুনামগঞ্জের সময়ের প্রতিনিধি সেলিম আহমদ।
২৪ জুন সকালে সাংবাদিক পঙ্কজ কান্তি দে শহরের মল্লিকপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেলযোগে শহরে প্রবেশের সময় জেলা পরিষদের সামনে একটি লেগুনা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পঙ্কজ দের ডান পা হাঁটুর নিচে ও উপরে ভেঙ্গে যায়। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply