নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার মুক্তির দাবিতে এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে সিলেটে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
রবিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমাজের উদ্যোগে এর আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, জেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক সালাম মশরুর, জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা।
বক্তারা বলেন, একটি চক্র সরকার ও সাংবাদিক সমাজের মধ্যে দূরত্ব তৈরি করতে সাংবাদিকদের নির্যাতন ও গ্রেফতার করছে।
তারা অবিলম্বে সাংবাদিক নাজমুল হুদার মুক্তির দাবি জানান।
বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
Leave a Reply