মাধবপুর প্রতিনিধি : দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল আইনে দায়ের করা মামলা ও কুড়িগ্রামে বাংলা ট্রিবিউন প্রতিনিধি আরিফুল ইসলামকে নির্যাতনের প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন করা হয়েছে।
উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বুধবার সকালে মাধবপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে সাংবাদিক রাজীব দেব রায় রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রোকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, সানাউল হক চৌধুরী শামীম, অলিদ মিয়া, বিকাশ রঞ্জন বীর, আবুল খায়ের, বিল্লাল হোসেন খান, শংকর পাল চৌধুরী, হামিদুর রহমান, সৈয়দ শাহরুল ইসলাম সুমন, আলমগীর কবির, সুব্রত দেব, দুলাল সিদ্দিকী, আনিসুর রহমান মোক্তার, জাকির হোসেন ও লিটন পাঠান।
Leave a Reply