বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার, ২০ জুন দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট এনাম আহমদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম মহিম, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী ও ডিবিসির জেলা প্রতিনিধি সাঈদুর রহমান আসাদ।
বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড সমসাময়িককালে ঘটিত সকল হত্যাকাণ্ডের চেয়ে ঘৃণার। এরসঙ্গে জড়িত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
Leave a Reply