নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিনের স্পোর্টস রিপোর্টার তুহিন চৌধুরী স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ওয়েছ খছরু। সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ, যুগান্তরের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম রুকন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তুহিন চৌধুরীর জীবনের সাফল্য কামনা করে বলেন, তিনি একটি ঐতিহ্যবাহী পরিবারের প্রতিভাবান সন্তান। তার বিদেশ যাত্রায় সিলেট একজন প্রতিভাবান সাংবাদিকের অভাব অনুভব করলেও প্রবাসে তিনি তার পেশাগত দায়িত্ব অব্যাহত রেখে সেই অভাব পূরণ করতে পারবেন।
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল ও দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ সহ আরো উপস্থিত ছিলেন রিয়েল টাইমস ২৪ডটকমের সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, সিলেটের কন্ঠ২৪ডটকমের চিফ রিপোর্টার অমিতা সিনহা, দৈনিক মানবজমিনের আলোকচিত্রী এস এম সুজন, ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সিলেট প্রতিনিধি আলী আকবর চৌধুরী, আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মো মইনুল হাসান টিটু, দৈনিক শ্যামল সিলেট ও সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার মো এনামুল কবীর, দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম কামাল ও স্পোর্টস রিপোর্টার দিব্যজ্যোতি সী, দৈনিক যুগভেরীর আলোকচিত্রী মনিরুজ্জামান রনি, আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি মোকলেছুর রহমান প্রমুখ।
জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তুহিন চৌধুরীকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply